ফিলিস্তিনি ধনকুবের মাসরিকে মুক্তি দিয়েছে সৌদি আরব

 

কয়েকদিন আটক রাখার পর ফিলিস্তিনি ধনকুবের সাবিহ আল মাসরিকে মুক্তি দিয়েছে সৌদি আরব। এ সময় তাকে ‘যথাযথ সম্মান’ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সাবিহ আল-মাসরি

আল-মাসরি সৌদি আরবেরও নাগরিক এবং জর্ডানের একজন বড় ব্যবসায়ী। আবাসন, হোটেল ও ব্যাংকিং খাতে তার বিপুল বিনিয়োগ রয়েছে। গত সপ্তাহে তার মালিকানাধীন একটি কোম্পানির সভায় যোগ দিতে সৌদি আরব গেলে তাকে আটক করা হয়। মঙ্গলবার তার বন্ধু-বান্ধব ও শীর্ষ ব্যবসায়ীদের নিয়ে একটি নৈশভোজে যোগদান করার কথা ছিল। কিন্তু তা বাতিল করা হয়। তাকে তার ব্যবসা ও অংশীদার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

মাসরির বিশ্বস্ত সূত্র জানিয়েছে, গত মাসে সৌদি আরবে দুর্নীতিবিরোধী অভিযানের নামে অনেক প্রিন্স, মন্ত্রী ও ব্যবসায়ীকে গ্রেফতারের পর তাকে সৌদি আরব ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছিল।  স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিল, বৃহস্পতিবারই মাসরিকে আটক করা হয়। তাকে আটকের খবরে জর্ডানে অনেকেই উদ্বেগ প্রকাশ করছিলেন। কারণ দেশটিতে কোটি ডলার বিনিয়োগ রয়েছে তার এবং কয়েক হাজার মানুষের কর্মসংস্থানেও তিনি জড়িত। ২০১২ সালে মাসরি আরব ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হন। মাসরি ফিলিস্তিনেরও সবচেয়ে বড় বিনিয়োগকারী। ব্যবসায়িক মিটিং শেষে এই সপ্তাহেই জর্ডানে ফিরবেন বলে রবিবার জানিয়েছিলেন।

সাবিহ আল মাসরি রিয়াদে নিজের বাড়ি থেকে রয়টার্সকে বলেন, ‘সব ঠিক আছে আর মুক্তি পেয়ে আমি খুশি। এখানে সবাই আমাকে যথাযথ সম্মানই দিয়েছে।’