জেরুজালেমের স্বীকৃতি চেয়ে দেশে দেশে ইসরায়েলি পার্লামেন্ট স্পিকারের চিঠি

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত সিদ্ধান্তটি অনুসরণের জন্য বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলি পার্লামেন্ট (নেসেট) স্পিকার ইউলি ইদেলস্টেইন। বিশ্বের ৫০টিরও বেশি দেশের পার্লামেন্ট স্পিকারের কাছে পাঠানো চিঠিতে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। ৩০ জন ইসরায়েলি পার্লামেন্ট সদস্যদের কাছেও ইউলি চিঠিগুলো পাঠিয়েছেন বলে জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।

ইউলি
৬ ডিসেম্বর বুধবার জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির সিদ্ধান্ত ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের মার্কিন দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে নিয়ে যাওয়ার প্রস্তুতির কথাও জানান তিনি। এই নিয়ে বিশ্বজুড়ে তুমুল নিন্দা ও প্রতিবাদ জারি রয়েছে। বিপরীতে ট্রাম্পের সিদ্ধান্তের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

এরই ধারাবাহিকতায় রবিবার একটি টুইটে ইসরায়েলি স্পিকার জানান, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দিতে তিনি বিশ্বের বিভিন্ন দেশের স্পিকারদের প্রতি আহ্বান জানিয়েছেন। টুইটে ইউলি লিখেছেন, ‘আজ আমি আমার বেশ কয়েকজন সহকর্মী, বিশ্বের পার্লামেন্ট প্রধানদের কাছে চিঠি লিখেছি, ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমের স্বীকৃতি আদায়ে নিজেদের দেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার জন্য তাদেরকে আহ্বান জানিয়েছি।’

ইউলির দাবি, ট্রাম্পের সিদ্ধান্তটি ‘ঐতিহাসিক রেকর্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ’। তিন হাজার বছর ধরে ইহুদিদের জন্য জেরুজালেম রাজনৈতিক রাজধানী ও আধ্যাত্মিক কেন্দ্র বলেও দাবি করেন তিনি।