বাংলাদেশ ও নেপালের সঙ্গে মোটরযান চুক্তি কার্যকরের পরিকল্পনা ভারতের

ভুটানের অনুমোদন পাওয়ার বিষয়টি অমীমাংসিত রেখেই শুধু বাংলাদেশ ও নেপালের সঙ্গে বিবিআইএন মোটরযান চুক্তি (এমভিএ) কার্যকর করার পরিকল্পনা করছে ভারত। এ চুক্তির আওতায় তিন দেশের মধ্যে অবাধে যাত্রীবাহী ও মালবাহী যানবাহন চলাচল করতে পারবে। ভারতের একজন মন্ত্রী মঙ্গলবার রাজ্যসভাকে এক লিখিত বক্তব্যে এ তথ্য জানিয়েছেন বলে খবর প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস।

বিবিআইএন সড়ক পরিকল্পনা

প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল নিজেদের মধ্যে যাত্রীবাহী ও মালবাহী মোটরযান চলাচলের ব্যাপারে একটি চুক্তিতে স্বাক্ষর করে। ভুটান এখনও চুক্তিটি কার্যকর করার জন্য অনুসমর্থন জানায়নি। ভারতের সড়ক, মহাসড়ক ও নৌ পরিবহণ মন্ত্রী মানসুক এল মান্দাভিয়া এক লিখিত জবাবে রাজ্যসভাকে এই তথ্য জানান। তিনি বলেন, ‘ভুটান এমভিএ সমর্থন করলেও এখনও তা অনুসমর্থন করেনি। তবে বাংলাদেশ, ভারত আর নেপাল তা অনুমোদন দিয়েছে।

তিনি আরও জানান, তিন দেশের মধ্যেই চুক্তিটি কার্যকর করার কৌশল নির্ধারণে বাংলাদেশ ও নেপালের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে আলোচনা শুরু করেছে ভারত।