মিসরের সামরিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় সেনা কর্মকর্তা নিহত

 


মিসরের একটি সামরিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার সিনাই প্রদেশের উত্তরাঞ্চলের শহর আল-আরিসে এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন। সেনাবাহিনীর বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর এ খবর জানিয়েছে।

মিসর সেনাবহিনীর হেলিকপ্টার




মিসর সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল তামির আল রিফাই বলেন, সেখানে দেশটির স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর পরিদর্শনের সময় এ হামলা চালানো হয়। এতে একটি সামরিক হেলিকপ্টারের ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি বলেন, বিমানবন্দরে ধোঁয়া দেখে সেনা কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে সেখানে ছুটে গিয়ে তদন্তের জন্য ক্ষতিগ্রস্ত এলাকাটি ঘিরে রেখেছেন।
এখনও কেউ এই হামলার দায়ভার স্বীকার করেনি। কয়েক বছর ধরেই গোড়া ইসলামপন্থী বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে মিসর। বিদ্রোহীদের হামলায় এখন পর্যন্ত কয়েকশ নিরাপত্তাকর্মী প্রাণ হারিয়েছেন। আসন্ন বড়দিন উপলক্ষে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করতে ২ লাখ ৩০ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েনের ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।