মিসরে সাংবাদিক সংগঠনের তহবিল জব্দ

 

 

পাওনা শোধ না করায় মিসরের আলেকজান্দ্রিয়ায় সাংবাদিক সংগঠনের এক কোটি ৩০ লাখ মিসরীয় পাউন্ড অর্থাৎ ৭ লাখ ৩০ হাজার ডলারের তহবিল বাজেয়াপ্ত করেছে স্থানীয় গভর্নর। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর এ খবর জানায়।

ফাইল ছবি

ওই সাংবাদিক সংগঠনের সদস্য মাহমুদ কামেল ফেসবুকে লিখেছেন, ‘আমিসহ আমার আরও চার সহকর্মী মিলে কাউন্সিলের সময় জুড়ে সিন্ডিকেটকে বিষয়টি  এই নিয়ে সতর্ক করেছিলাম। গতকালও গভর্নরের সিদ্ধান্তের বিষয়ে একটি জরুরি বৈঠক আহ্বান করেছিলাম, কিন্তু কোনও সাড়া পাইনি।’

 কামেল আরও জানান, সিন্ডিকেটে সাবেক প্রধান ইয়াহিয়া কোলাশ আলেকজান্দ্রিয়ার গভর্ননের সঙ্গে বৈঠকে প্রথম কিস্তিতে ৫ লাখ পাউন্ড দিতে চেয়েছিলেন। আর বাকি অর্থ পরবর্তীতে কিস্তিতে শোধ করা হবে বলে জানানো হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বর্তমান কাউন্সিল প্রস্তাবটিতে মনযোগও দেয়নি, খোঁজও রাখেনি।’ তিনি সিন্ডিকেটের কর্মকর্তাদের ফোনে পাচ্ছেন না বলে জানান।