ইরানের পরমাণু সমঝোতার প্রতি সমর্থন ইউরোপীয় ইউনিয়নের

ছয় জাতির সঙ্গে স্বাক্ষরিত ইরানের পরমাণু সমঝোতার প্রতি আবারও সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাষ্ট্র যখন এ সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে তখনই ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এমন ঘোষণা এলো। বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত এক বৈঠক থেকে এ বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে ইউরোপের এ আঞ্চলিক সংস্থা। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

nonameইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি ব্রাসেলসে অনুষ্ঠিত ওই বৈঠকে অংশ নেন। এছাড়া যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরাও বৈঠকে উপস্থিত ছিলেন। ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

বৈঠক শেষে ফেডেরিকা মোগেরিনি বলেন, আজকের বৈঠকে সব পক্ষ থেকে পরমাণু সমঝোতা পরিপূর্ণভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

তিনি বলেন, পরমাণু সমঝোতা ঠিকভাবে কাজ করছে। ইরানের পরমাণু কর্মসূচির ওপর নজরদারির যে লক্ষ্য নিয়ে সমঝোতা স্বাক্ষরিত হয়েছিল সে লক্ষ্য বিচ্যুত হয়নি।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র নয়টি রিপোর্টের কথাও তুলে ধরেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান। তিনি বলেন, আইএইএ'র এসব রিপোর্টে নিশ্চিত করা হয়েছে যে, ইরান পরমাণু সমঝোতা মেনে চলছে।

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে সৃষ্ট উত্তেজনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মোগেরিনি। তবে এসব ইস্যুর সঙ্গে পরমাণু সমঝোতার সম্পর্ক নেই বলেও তিনি উল্লেখ করেন। সূত্র: রয়টার্স, পার্স টুডে।