রুশ বার্তা সংস্থার প্রতিবেদন

রাশিয়ার বিরুদ্ধে নতুন মার্কিন নিষেধাজ্ঞা আসছে ২৯ জানুয়ারি

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে নতুন করে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রুশ বার্তা সংস্থা তাস-কে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স-এর এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। রাশিয়ার মার্কিন রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে তাস জানিয়েছে, ২৯ জানুয়ারি ওই নিষেধাজ্ঞার বিস্তারিত প্রকাশ করা হতে পারে।
noname

নভেম্বরের নির্বাচনে রুশ সংযোগের বিষয়টি অনেকদিন ধরেই আলোচনার কেন্দ্রে। তবে ট্রাম্প বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে এসেছে। সাবেক এফবিআই পরিচালক জেমস কোমিকে বরখাস্তের পর এই তদন্ত মার্কিন প্রেসিডেন্টের দিকে মোড় নেয়।  ট্রাম্পের বিরুদ্ধে রুশ সংযোগ তদন্তে একটি গ্র্যান্ড জুরি বোর্ড গঠন করা হয়েছে। এর পরামর্শক হিসেবে কাজ করছেন সাবেক এফবিআই পরিচালক রবার্ট মুলার। হস্তক্ষেপের অভিযোগে তৎকালীন বারাক ওবামার প্রশাসন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এবার নতুন করে নিষেধাজ্ঞার খবর এলো তাস-এর পক্ষ থেকে।

২০১৪ সালের পর মস্কোর হস্তক্ষেপে ইউক্রেন থেকে ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করার সময় রুশ-মার্কিন সম্পর্কে তাৎপর্যপূর্ণ অবনতি হতে শুরু করে। এক পর্যায়ে পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে। তখন পাল্টা পদক্ষেপ হিসেবে রাশিয়া পশ্চিমা দেশগুলো থেকে খাবার আমদানী নিষিদ্ধ করে। পরে রুশ নির্বাচনে ২০১৬ সালের মার্কিন নির্বাচনে হ্যাকিংয়ের মাধ্যমে হস্তক্ষেপের অভিযোগ তুলে নিষেধাজ্ঞা দেয় ওবামা প্রশাসন। রাশিয়ার মার্কিন রাষ্ট্রদূত জন হুটসম্যানকে উদ্ধৃত করে নিষেধাজ্ঞার খবরটি জানানো হয়। তাস-এর খবরে বলা হয়, মঙ্গলবার রাষ্ট্রদূত নিজেই এই নিষেধাজ্ঞার ব্যাপারটি তাদের জানিয়েছেন।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে বহুদিন ধরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পরাশক্তি যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়ে আসছে রাশিয়া। ভিন্ন পররাষ্ট্রসম্পর্ক-বলয়ের মধ্য দিয়ে বিকল্প সাম্রাজ্য প্রতিষ্ঠার বাসনা হাজির রেখেছেন এককালের কেজিবি কর্মকর্তা পুতিন।