নাইজেরিয়ায় মার্কিন ও কানাডিয়ান নাগরিক অপহৃত

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের কাদুনা রাজ্য থেকে এক মার্কিন ও এক কানাডিয়ান নাগরিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। সে সময় অপহরণকারীদের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হয়েছে। বুধবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নাইজেরিয়ান পুলিশ

স্থানীয় নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়ায় নাইজেরিয়ায় প্রায়ই অপহরণের ঘটনা ঘটে। বেশিরভাগ সময় নাইজেরিয়ানদের অপহরণ করা হলেও মাঝে মাঝে বিদেশিদেরও অপহরণের ঘটনাও ঘটে। কুদানা রাজ্য পুলিশের মুখপাত্র মুখতার আলিউ বলেন, মঙ্গলবার সন্ধ্যায় কুদানা শহর থেকে দেশটির রাজধানী আবুজা যাওয়ার পথে কাগার্কো এলাকায় তাদের থামানো হয়। তিনি বলেন, অপহৃতদের নিরাপত্তার দায়িত্বে থাকা ‍দুই পুলিশ সদস্য অপহরণকারীদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি। তবে কানাডিয়ান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেনি বলে জানিয়েছে সংস্থাটি।

এর আগে গত অক্টোবরে নাইজেরিয়ার ডেল্টা রাজ্য থেকে যুক্তরাজ্যের চার নাগরিককে অপহরণ করা হয়েছিল। পরে সমঝোতার ভিত্তিতে তিনজনকে মুক্তি দেওয়া হলেও ইয়ান স্কিউরি নামে একজনকে হত্যা করা হয়। ফেব্রুয়ারিতে দুই জার্মান স্থপতিকে অপহরণ করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়।