নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১০, আহত ৬৫

নাইজেরিয়ার বরনো প্রদেশের একটি বাজারে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬৫ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

d4c698aecbe148a9b49e89bdf9b8a019_18প্রতিবেদনে বলা হয়, বুধবার উত্তর-পূর্বাঞ্চলে মুনা গ্যারেজে এই হামলা চালানো হয়। মাদুগুরির বাস্তুহারা নাইজেরীয়রা এই স্থানেই মূলত আশ্রয় নেয়।

দেশটির জাতীয় জরুরি ব্যবস্থা সংস্থার মুখপাত্র আবদুল কাদির ইব্রাহিম বলেন, ‘প্রাথমিকভাবে আমাদের ধারণা চারজন নারী এই হামলা চালায়। জরুরি উদ্ধারকারী দল আহত ৬৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেন ও হাসপাতালে নিয়ে যান।

তবে রাষ্ট্রীয় বার্তা সংস্থা নিউজ এজেন্সি অব নাইজেরিয়া জানিয়েছে, এই হামলা দুইজন পুরুষ হামলকারী চালিয়েছে। আর এতে নিহত হয়েছেন ১২ জন। আহতের সংখ্যা ৪৮।

পুলিশ কমিশনার ডেমিয়েন চুক্কু বলেছেন, মুনা গ্যারেজের বাইরে একটি ব্যস্ত বাজারে হামলা চালায় এক হামলাকারী। আরেকজন ভয় পেয়ে সাথে সাথেই বোমার বিস্ফোরণ ঘটান এবং নিজেই ছিন্নভিন্ন হয়ে যান।

মাইদুগুরি টিচিং ইউনিভার্সিটি হাসপাতালে হতাহতদের নিয়ে যাওয়া হয়েছে। ২০১৮ সালে এটাই মাইদুগুরিতে প্রথম আত্মঘাতী হামলা। এখনও কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।