ইসরায়েলি সেনাদের গুলি ছুড়তে নিজেই বন্দুক বানিয়েছিলেন নাসের

ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি ছুড়েছিলেন হত্যাকাণ্ডের শিকার ফিলিস্তিনি তরুণ আহমেদ নাসের।  দখলীকৃত পশ্চিম তীরের জেনিনে ওই তরুণ নিজের তৈরি অস্ত্র দিয়ে বৃহস্পতিবার সেনাদের গুলি করেন। ইসরায়েলি সেনাদের পাল্টা গুলিতে তিনি নিহত হন। এ ঘটনায় আরও একজন ফিলিস্তিনিসহ দুজন ইসরায়েলি সেনাও আহত হয়েছেন। ফিলিস্তিন ও ইসরায়েলি কর্তৃপক্ষ সূত্রে এই খবর জানা গেছে।
স্বনিয়ন্ত্রিত সেই বন্দুক

ইসরায়েলি সেনাদের দাবি, ২২ বছর বয়সী আহমেদ নাসের কয়েকজনকে সঙ্গে নিয়ে গত সপ্তাহে ইসরায়েলের একজন বাসিন্দাকে খুন করেছেন। তাদের দাবি অনুযায়ী, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাসেরকে আটকের জন্য অভিযান চালালে তিনি সঙ্গীদের নিয়ে পাল্টা গুলি চালান। এসময় ইসরায়েলি সেনাদের গুলিতে নাসের নিহত হন।

ইসরায়েলি সেনাদের পক্ষ থেকে টুইটারে এক বিবৃতিতে জানানো হয়, নিজের তৈরি অস্ত্র দিয়ে গুলি চালিয়েছেন নাসের। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা এই দাবির সত্যতা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, অস্ত্রটি স্বনিয়ন্ত্রিত ছিলো।