ইতিহাসের সবচেয়ে ঝুঁকির মুখে আমাজনের আদিবাসীরা: পোপ

 

 

পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক রেইন ফরেস্ট আমাজন বনাঞ্চল এলাকা নতুন ধরনের উপনিবেশের হুমকির মধ্যে পড়েছে বলে জানিয়েছেন পোপ ফ্রান্সিস। পেরু সফররত ক্যাথলিক খ্রীষ্টানদের এই ধর্মগুরু বলেছেন, নিজেদের এলাকায় বর্তমানে যেরকম ঝুঁকের মুখে আমাজনের আদিবাসীরা রয়েছেন ইতিহাসে  তাদের কখনওই সেরকম ঝুঁকিতে পড়তে হয়নি। কাঠ, গ্যাস ও স্বর্ণ খোঁজার নামে এই ঝুঁকি তৈরির অবসানও দাবি করেন তিনি।  ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

পেরুতে আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে কথা বলেন পোপ।

পেরু সফরে গিয়ে আমাজন অধ্যুষিত শহর পুয়ের্তো মালদোনাদোতে আদিবাসী শ্রোতাদের উদ্দেশ্যে বক্তৃতাকালে পোপ বলেন, আমাজন শুধু জীববৈচিত্রেই সমৃদ্ধ নয় বরং সংস্কৃতির ধারকও। আর এখন তা নতুন ধরণের উপনিবেশের হুমকির মধ্যে পড়েছে।

আমাজন এলাকায় নিজের প্রথম ভ্রমণে গিয়ে পোপ আদিবাসী বেশ কয়েকটি গ্রুপের মানুষের সঙ্গে কথা বলেন। তারা পোপকে জানান, অবৈধ খনি, কাঠ সংগ্রহ, তেল ও গ্যাসের সন্ধানের কারণে এক ফসলি চাষের জমি আর রাস্তার কারণে তাদের জীবন কীভাবে হুমকির মুখে পড়ছে।

আমাজনের স্থানীয় কয়েক হাজার আদিবাসী নাগরিক পেরু সফররত পোপকে দেখার জন্য পুয়ের্তো মালদোনাদোতে হাজির হন। পেরু সফরে যাওয়ার আগে চিলি সফর করেছেন পোপ ফ্রান্সিস।