আফরিনে তুর্কি অভিযানে যোগ দেবে ২৫০০০ ফ্রি সিরিয়ান বিদ্রোহী

সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিবিরোধী অভিযানে নামা তুর্কি সেনাবাহিনীর সঙ্গে যোগ দিচ্ছে ফ্রি সিরিয়ান আর্মির প্রায় ২৫ হাজার সদস্য। প্রায় দুই বছর আগে ওয়াইপিজি কুর্দিদের দখলে যাওয়া আরব শহর ও গ্রামগুলোর পুনঃনিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্য নিয়ে এ অভিযানে যোগদানের কথা জানিয়েছে এই বিদ্রোহী গোষ্ঠীটি। রবিবার (২১ জানুয়ারি) ফ্রি সিরিয়ান আর্মির এক কমান্ডারকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি জানিয়েছে।

ফ্রি সিরিয়ান আর্মি (ফাইল ফটো)
সম্প্রতি আফরিন থেকে রুশ সেনা ও সামরিক সরঞ্জাম প্রত্যাহার শুরুর পরপরই সেখানে কুর্দিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা শুরু করে তুরস্ক। রবিবার (২১ জানুয়ারি) আফরিনে তুর্কি সেনারাও ঢুকে পড়ে। আর এদিনই ফ্রি সিরিয়ান আর্মি ঘোষণা দিয়েছে তাদের প্রায় ২৫ হাজার সেনা তুর্কি বাহিনীর সঙ্গে যোগ দিতে যাচ্ছে।

রবিবার ফ্রি সিরিয়ান আর্মির কমান্ডার মেজর ইয়াসের আব্দুল রহিম বলেছেন, বিদ্রোহীরা আফরিনে কুর্দিদের মূল বসতির এলাকায় প্রবেশ করতে চায় না, তারা কেবল এটি পরিবেষ্টিত করে রাখবে এবং সেখান থেকে ওয়াইপিজি কুর্দিদের বহিষ্কার করবে। আব্দুল রহিম রয়টার্সকে জানান, এই সামরিক অভিযানের মূল লক্ষ্য হলো আফরিনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর তেল রিফাত এবং আরব গ্রামগুলোর পুনর্দখল নেওয়া। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে হাজার হাজার বাসিন্দাকে তাড়িয়ে এলাকাগুলোর নিয়ন্ত্রণ নিয়েছিল ওয়াইপিজি কুর্দিরা।