জীবন বাঁচানোর লড়াইয়ে একজন ব্রিটিশ বাংলাদেশি

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে লন্ডনের একটি হাসপাতালে জীবন বাঁচাতে লড়াই করছেন আবদুল হাদি নামের একজন ব্রিটিশ বাংলাদেশি। ওই দুর্ঘটনার তথ্য চেয়ে এরইমধ্যে কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন ভিকটিমের পরিবার।

সড়ক দুর্ঘটনালন্ডনের একটি ছোট ভারতীয় রেস্টুরেন্টে কাজ করতেন ৪৭ বছরের আবদুল হাদি। সেখানে শেফ হিসেবে কর্মরত ছিলেন তিনি। গত সপ্তাহে কর্মস্থল থেকে সাইকেলে করে বাড়ি ফেরার পথে নর্থ লন্ডন এলাকায় একটি কার তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন আবদুল হাদি। তার মাথা, হাঁটু ও শরীরের নিচের অংশে আঘাত পান। কোমায় নিয়ে যাওয়া হয় তাকে।

৩০ বছর আগে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাড়ি জমান আবদুল হাদি। তার ২০ বছরের পুত্র আজহার আহমেদ কর্তৃপক্ষের কাছে তার আবেদনে বলেছেন, কেউ যদি এটা দেখে থাকেন; তাহলে আমি চাই তারা যেন এগিয়ে আসেন। আমার পরিবারের ওপর এ ঘটনার বড় রকমের প্রভাব পড়েছে। মা খুবই বাজে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন।

দুর্ঘটনার পর তার মস্তিষ্কের রক্তক্ষরণ চিকিৎসকদের শঙ্কিত করে তুলেছে। তাদের আশঙ্কা আবদুল হাদির শরীরের বাম পাশ অবশ হয়ে যেতে পারে।

আজহার আহমেদ বলেন, তিনি কোমায় রয়েছেন। মস্তিষ্কের সমস্যা কাটিয়ে উঠতে চিকিৎসকরা তাকে সেখানে রাখতে চান।

আবদুল হাদিকে ধাক্কা দেওয়ার পর দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তাকে আঘাত করা গাড়িটির চালক। পরে দুর্ঘটনাস্থলের আধা মাইলের মধ্যে কালো রঙ-এর গাড়িটিও ফেলে যায় সে।

এক পর্যায়ে লোকজন আবদুল হাদিকে উদ্ধার করেন। অ্যাম্বুলেন্স ডেকে তাকে ইস্ট লন্ডনের রয়েল লন্ডন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আবদুল হাদির জ্ঞাতিভাই মুহাম্মাদ হুসাইন বলেন, আমাদের জীবন কখনোই সব সময় এক রকম যাবে না। কিন্তু অন্তত এটা জানা দরকার যে, এমন পরিণতির জন্য দায়ী ব্যক্তিকে আটক করা হয়েছে। এটা আমাদের কিছুটা স্বস্তি দিতে পারে। আমরা শুধু ন্যায়বিচার চাই।