মালিতে স্থল মাইন হামলায় নিহত ২৬, সংঘর্ষে আরও ৯

মালিতে স্থল মাইন হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। এই হামলায় বেশ কয়েকজন আহতও হয়েছেন। আর সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষে দুই সেনা সদস্যসহ ৯ জন নিহত হয়েছে। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

স্থল মাইন

খবরে বলা হয়, দেশটির মধ্যাঞ্চলে বৃহস্পতিবার একটি গাড়ি স্থল মাইনে আঘাত করলে তা বিস্ফোরিত হয়। এতে নারী ও শিশুসহ অন্তত ২৬ জন নিহত হন। গাড়িটি মালির বোনি সিটি থেকে বুরকিনার শহরের দিকে যাচ্ছিল। তবে কোনও পক্ষ হামলার দায় স্বীকার করেনি।

অন্যদিকে মালির সামরিক বাহিনী এক বিবৃতি বলা হয়েছে, দেশটির মধ্যাঞ্চলের আরেক শহর ইউওয়ারু শহরে মালিয়ান সশস্ত্র বাহিনীর সঙ্গে সংঘর্ষে সাত সন্ত্রাসী নিহত হয়। সে সময় দুই সেনা সদস্যও নিহত হন।

২০১২ সালে মালিতে আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী তুরেগ আত্মপ্রকাশ করে। তারা দেশটির উত্তরাঞ্চলের প্রায় অর্ধেক নিজেদের নিয়ন্ত্রণে নেয়। তবে এক বছর পরে ফ্রান্সের নেতৃত্বে অভিযানে তাদের বেশিরভাগেই নির্মূল হয়। তবে তারপর থেকে দেশটিতে প্রায়ই এমন হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটছে।