কেনিয়ায় তিনটি টিভি চ্যানেল বন্ধের সিদ্ধান্তে আদালতের স্থগিতাদেশ

কেনিয়ায় তিনটি বেসরকারি টিভি চ্যানেল বন্ধে দেশটির সরকারের নেওয়া সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দিয়েছে দেশটির হাইকোর্ট। মামলা চলাকালীন ১৪ দিনের জন্য এ স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এ ১৪ দিন চ্যানেলগুলোর সম্প্রচার চালু রাখতে বলা হয়েছে।

কেনিয়ার একটি টিভি স্টেশনের স্টুডিও গ্যালারি
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিরোধীদলীয় নেতা রাইলা ওডিঙ্গার অনানুষ্ঠানিক ‘শপথ’ অনুষ্ঠান সম্প্রচারের পরিকল্পনা করায় কেটিএন, এনটিভি এবং সিটিজেন টিভি বন্ধ করে দেওয়া হয়। ওডিঙ্গা গত বছরের নির্বাচনে হেরে গিয়েছিলেন। মঙ্গলবার তার শপথ গ্রহণকে ব্যাপকভাবে প্রচারণা কৌশল হিসেবে দেখা হলেও কর্তৃপক্ষের অভিযোগ এটি রাষ্ট্রদ্রোহমূলক কর্মকাণ্ড। ওই অনুষ্ঠান সম্প্রচারের পরিকল্পনা করায় বন্ধ করে দেওয়া হয় তিন টিভি চ্যানেল। এ নিয়ে মামলার শুনানি চলছে।

বুধবার কেনিয়ার হাইকোর্ট টিভি চ্যানেলগুলো বন্ধের প্রক্রিয়া ১৪ দিন স্থগিত রাখার নির্দেশ দেয়। সেই সঙ্গে শুনানি চলাকালীন টিভি চ্যানেলগুলো কার্যক্রমে হস্তক্ষেপ না করার নির্দেশ দেওয়া হয়।

রাইলা ওডিঙ্গার শপথ
প্রেসিডেন্ট উহরু কেনিয়াত্তা গত নভেম্বরে দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণ করেন। অক্টোবরে দ্বিতীয় দফার নির্বাচনে বিজয়ী হন তিনি। ওডিঙ্গা ওই নির্বাচন বর্জন করেছিলেন। কেনিয়াত্তার বিজয়ের পর পরই ওই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে আদালত। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে তখন বলা হয়, নির্বাচনটি ‘অবৈধ’ এবং এখানে ‘অনিয়ম’ হয়েছে।