ফ্রান্সে অভিবাসীদের দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

ফ্রান্সের কালাইস বন্দর শহরে আফগান ও এরিত্রিয়ানদের দুটি গ্রুপের সংঘর্ষে অন্তত পাঁচজন অভিবাসী গুলিবিদ্ধ হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

_99852902_calaisপ্রতিবেদনে বলা হয়, গুলিবিদ্ধদের মধ্যে চারজনের বয়স ১৬-১৮ এর মধ্যে। তাদের সবাই এরিত্রিয়ান। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আরেকজনকে নিয়ে যাওয়া হয়েছে লিলি শহরে।

স্থানীয় কর্মকর্তারা জানান, ধাতব অস্ত্রের আঘাতে আহত হয়েছেন অন্তত ১৩ জন।  

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড কলোম্ব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘এমন সহিংসতা কালাইসের বাসিন্দা ও অভিবাসী সবার জীবনই দুর্বিষহ করে তুলেছে।’

গুলিবিদ্ধদের একজনের ঘাড়ের পেছনে গুলি লেগেছে। ফরাসি নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান নিয়েছেন।