পুতিনের কাছে যুক্তরাষ্ট্রবিরোধী অবস্থান স্পষ্ট করলেন আব্বাস

জায়নবাদী ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের কথিত শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের ভূমিকা কী হবে তা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেছেন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। পুতিনকে যুক্তরাষ্ট্রবিরোধী অবস্থানের কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তিনি। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে উদ্ধৃত করে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার আব্বাস পুতিনকে জানিয়েছেন, মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে আর মধ্যস্থতাকারীর ভূমিকায় চায় না ফিলিস্তিন।
আব্বাস-পুতিন

কয়েক দশকের মার্কিন নীতির অবসান ঘটিয়ে গত বছরের ছয় ডিসেম্বর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। একইসঙ্গে মার্কিন দূতাবাস তেলআবিব থেকে সরিয়ে জেরুজালেমে নেওয়ার ঘোষণা দেন তিনি। আর এরপরই ফিলিস্তিনসহ বিশ্বজুড়ে বিক্ষোভ শুরু হয়। ফিলিস্তিন কর্তৃপক্ষ ঘোষণা দেয় মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের নেওয়া আর কোনও পদক্ষেপ মানবে না তারা। আরব লীগ ও ইউরোপীয় ইউনিয়নও যুক্তরাষ্ট্রকে একক মধ্যস্থতার পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। এরই ধারাবাহিকতায় মাহমুদ আব্বাস বললেন, ‘আমরা স্পষ্ট করে বলছি, যুক্তরাষ্ট্রের জেরুজালেম নীতি প্রত্যাখ্যানের ধারাবাহিকতায় আমরা মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে তাদের যে কোনও সম্ভাব্য ভূমিকা প্রত্যাখ্যান করছি। 

মাহমুদ আব্বাসকে উদ্ধৃত করে পার্সটুডের খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য বিষয়ক আলোচনার ক্ষেত্রে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের সমন্বয়ে গঠিত শক্তির পরিবর্তন চায় তার দেশ। চায় নতুন ও বর্ধিত মধ্যস্থতাকারী।  এর আগে, জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর গত শনিবার বলেছেন, তারা ভবিষ্যতে আলোচনায় চীন ও আরব লীগকে অন্তর্ভুক্ত করতে চান।