কেনিয়ায় আল-শাবাবের হামলায় নিহত ৩ স্কুল শিক্ষক

কেনিয়ায় একটি প্রাথমিক বিদ্যালয়ের জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের হামলায় তিন শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলে এই হামলা চালানো হয়। 

thumbs_b_c_f3a469756cfa5fbbc7f7f0cb5580777b

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, কেনিয়া-সোমালি সীমান্ত থেকে ১৭৫ কিলোমিটার দূরে ওই হামলা চালিয়েছে আল-কায়েদা সংশ্লিষ্ট গোষ্ঠীটি। এক সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা তাদের উদ্দেশ্য সম্পর্কে জানি না। তিনস্কুল শিক্ষককে হত্যা করেছে তারা। আহতও হয়েছেন বেশ কয়েকজন।’

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘জঙ্গিরা স্কুলে যাওয়ার পথে বোমা পুঁতে রেখেছিল। ফলে অ্যাম্বুলেন্সের সেখানে দ্রুত পৌঁছানো সম্ভব হচ্ছিল না।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি ন্যাশনকে ওয়াজির পুলিশ কমান্ডার মোহাম্মদ শেখ বলেন, ‘আমাদের  একটি গাড়িও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে পুলিশ সদস্যরা সবাই অক্ষত রয়েছেন।’

কেনিয়ায় অনেক হামলা চালিয়েছে আল শাবাব। তাদের দাবি সোমালিয়া থেকে যেন আফ্রিকান ইউনিয়নের সেনাদের সরিয়ে নেওয়া হয়। ২০১৫ সালের এপ্রিলে সবচেয়ে ভয়াবহ হামলা চালায় তারা। সেবার ১৪০ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রাণ হারিয়েছিলেন।