ইরানের ‘প্রক্সি সেনাবাহিনী’ নিয়ে মার্কিন নিরাপত্তা উপদেষ্টার সতর্কতা

মধ্যপ্রাচ্যের লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরাকে ইরানি প্রভাব কমাতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন নিরাপত্তা পরামর্শক এইচআর ম্যাকমাস্টার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

এইচ আর ম্যাকমাস্টারপ্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে ‘হিজবুল্লাহ স্টাইলে’ সামরিক প্রভাব বৃদ্ধি করছে বলে অভিযোগ করেন ম্যাকমাস্টার।   তিনি বলেন, ইরানের উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যে আরব প্রভাব কমাতেই এমন করছে তারা।

মিউনিখে নিরাপত্তা সম্মেলনে ম্যাকমাস্টার বলেন, ‘এখনই সময়, আমাদের ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’ মার্কিন মিত্রদের তিনি বলেন, ‘ইরানের রেভ্যুলশনারি গার্ডকে আটকাতে তাদের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থগিত করতে হবে।

লেবাননের হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন মনে করে যুক্তরাষ্ট্র। ম্যাকমাস্টার বলেন, ‘দেশটির এই ছায়াবাহিনী দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে বলেই আমরা উদ্বিগ্ন।’

তবে মধ্যপ্রাচ্যে হিজুবল্লাহকে সমর্থন সহ প্রভাব বিস্তারের ব্যাপারে বরাবরই অস্বীকার করে আসছে ইরান।