কুর্দি বিদ্রোহীদের সঙ্গে সিরিয়ার সমঝোতার খবরে কড়া প্রতিক্রিয়া তুরস্কের

 

সিরিয়া ও কুর্দি বিদ্রোহীদের সমঝোতায় পৌঁছানোর খবরের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্ক। পররাষ্ট্র মন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, আফরিনে তাদের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই খবর জানিয়েছে।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী মেভলুত কাভুসোগলু

সোমবার জানা যায়, তুরস্কের সীমান্তবর্তী শহর আফরিনে সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সিরিয়ার সরকার। কুর্দি বিদ্রোহীদের সংগঠন ওয়াইপিজির পক্ষ থেকে বলা হয়, প্রেসিডেন্ট আল আল আসাদের সেনাবাহিনী তাদের সমর্থন দিতেই মোতায়েন করা হবে। গত মাস থেকে ওই শহর থেকে কুর্দি বিদ্রোহীদের বিতাড়িত করতে অভিযান শুরু করেছে তুরস্ক।

জর্ডানের রাজধানী আম্মানে সোমবার এক সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী বলেছেন, আফরিনে ওয়াইপিজিকে মোকাবিলায় সিরিয়া সেনা পাঠালে তাদেরকে স্বাগত জানাবে তুরস্ক। তিনি বলেন, তেমনটি হলে কোনও সমস্যা নেই। কিন্তু যদি তারা ওয়াইপিজি ও পিকেকে রক্ষা করতে সেখানে প্রবেশ করে তাহলে তুরস্কের সেনাবাহিনীর অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না।

কুর্দি বিদ্রোহীদের সংগঠন কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি (ওয়াইপিজি) তুরস্কে নিষিদ্ধ সংগঠন। কুর্দিস্তান ডেমোক্রাটিক পার্টির সশস্ত্র এই শাখাটির হাতে রয়েছে তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার শহর আফরিনের নিয়ন্ত্রণ। সেখান থেকে তাদের বিতাড়িত করতে অভিযান জোরালো করে তুরস্ক।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী বলেন, আমরা সবসময়ই সিরিয়ার আঞ্চলিক সাবভৌমত্বকে সমর্থন দিয়েছি…এই সমর্থন অব্যাহত রাখা অল্প কয়েকটি দেশের একটি আমরা।