যুক্তরাজ্যের লেস্টার শহরে বিস্ফোরণ, নিহত ৪

যুক্তরাজ্যের লেস্টার শহরে একটি দোকানে বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও চার জন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

_100178295_deac81fb-e97c-4503-9906-036908c5217dপ্রতিবেদনে বলা হয়, রবিবার এই বিষ্ফোরণে নিচতলায় একটি দোকানসহ দুইতলা ভবন প্রায ধসে পড়ে। স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় এই বিষ্ফোরণের ঘটনা ঘটে।

লেস্টারশায়ার পুলিশের এসপি শেন ও নিল বলেন,  এখন পর্যন্ত চারজনের প্রাণহানির কথা জানতে পেরেছি আমরা। বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এই বিস্ফোরণের পেছনে সন্ত্রাসী কোনও উদ্দেশ্য ছিল কি না তা এখনও নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। স্থানীয় একজন বলেন, ‘আমরা বিস্ফোরণের বিকট আওয়াজ শুনতে পাই। প্রথমে ভেবেছিলাম এটা হয়তো গাড়ি দুর্ঘটনা হবে। পরে বাইরে এসে আমরা অনেক ধোঁয়া দেখতে পাই।’

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, পোল্যান্ডের নাগরিকদের জন্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের নিমিত্তে ছিল দোকানটি। নিল বলেন, আর কেউ হতাহতের শিকার হয়েছেন কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। অনুসন্ধান করা হচ্ছে বিস্ফোরণের কারণও।