বুরকিনা ফাসোয় জঙ্গি হামলায় সেনা সদস্যরাও জড়িত

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর প্রধানমন্ত্রীর কার্যালয়, সামরিক সদর দফতরসহ ফরাসি দূতাবাসে জঙ্গি হামলায় হতাহতদের স্মরণে এখনও শোক পালন চলছে। আর এই সহিংসতার তদন্তে দেশটির সেনা সদস্যদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এমনকি অনেককে ইতোমধ্যে গ্রেফতারও করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

বুরকিনা ফাসোয় জঙ্গি হামলায় বিস্ফোরণের পর ধোঁয়া

গত ২ মার্চ শুক্রবার একের পর এক আক্রান্ত হয় রাজধানী উগাডুগুর সেনা সদর দফতর, ফরাসি দূতাবাসসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষমতাকেন্দ্র। জাতিসংঘ ও প্রধানমন্ত্রীর কার্যালয়কেও লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা করেছিল জঙ্গিরা। হামলায় কারা জড়িত তা জানা না গেলেও সেখানে আল কায়েদার সক্রিয় উপস্থিতি রয়েছে। সরকারি সূত্রে বলা হয়েছে, হামলায় হামলাকারীরাসহ নিরাপত্তা বাহিনীর মোট ১৬ জন নিহত হয়েছেন। তবে অন্য তিনটি নিরাপত্তা সূত্র এএফপি’কে জানিয়েছে, এই ঘটনায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে।

খবরে বলা হয়েছে, বুরকিনা ফাসোতে গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কোনও বিদেশি নেই। তবে তাদের মধ্যে বর্তমানে কর্মরত ও অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা জড়িত ছিল বলে তদন্তে জানা গেছে। উগাডুগু থেকে আল জাজিরার প্রতিবেদক নিকোলাস হক এই খবর জানিয়েছেন।