ইরানে তুর্কি বিমান বিধ্বস্ত হয়ে আট জন নিহত

 

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হর-ই-কুর্দের কাছে তুরস্কের একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়েছে। তুরস্কের বাসারান হোল্ডিংসের মালিকানাধীন বিমানটিতে থাকা আট যাত্রীর সবাই নিহত হয়েছেন। তুর্কি রেড ক্রিসেন্টের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। নিহতদের মধ্যে একজন তুরস্কের শীর্ষ ব্যবসায়ী হুসেইন বাসারানের পরিবারের সদস্য।

টট

তুরস্কের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হুসেইন বাসারানের এক কন্যা তার আরও সাত বন্ধুর সঙ্গে দুবাইয়ে একটি অনুষ্ঠান শেষ করে তুরস্কে ফিরছিলেন।

এর আগে ইরানের বেসামরিক বিমান সংস্থার এক মুখপাত্র রেজা জাফরজাদেহের বরাত দিয়ে রয়টার্স  জানিয়েছিল, ‘একটি তুর্কি ব্যক্তিগত বিমান আমাদের আকাশসীমা অতিক্রম করার সময় রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। পরে বিমানটি শহর-ই-কুর্দের কাছে বিধ্বস্ত হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি’।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএ’র খবরে জাফরদেহকে উদ্ধৃত করে বলা হয়েছিল, ধারণা করা হচ্ছে বিমানটিতে ১১ জন ছিল।  জরুরি বিভাগের একজন মুখপাত্রের বরাত দিয়ে আইএসএনএ জানায়, বিমানটিতে আগুন ধরে গিয়েছিল।