আফরিন থেকে পালানোর সময় তুর্কি হামলায় নিহত হচ্ছেন বেসামরিকরা

সিরিয়ার আফরিন শহরে তুর্কি বিমান হামলা থেকে বাঁচতে পালিয়ে যাওয়ার সময়ও তাদের গুলি ও বোমায় নিহত হচ্ছেন অনেক বেসামরিক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব কথা জানা যায়।

_100460035_mediaitem100460032

প্রতিবেদনে বলা হয়, শুক্রবারই কুর্দি মিডিয়াগুলো অনেকের হতাহতের খবর জানায়। আর শনিবার যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থাও বেশ কিছু মৃত্যুর কথা নিশ্চিত করে। স্থানীয় এক বাসিন্দা বিবিসিকে জানায়, শুক্রবার পালিয়ে যাওয়ার সময় বেসামরিকদের গাড়িতে হামলা চালানো হয়। আর বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয় একটি হাসপাতাল।

গত ২০ জানুয়ারি আফরিনে ‘অপারেশন অলিভ ব্রাঞ্চ নামে’ কুর্দি বিরোধী অভিযান শুরু করে। কয়েক সপ্তাহের লড়াইয়ের পর তুর্কি সেনা ও তাদের সহযোগী ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) যোদ্ধারা আফরিন ঘিরে ফেলেছে। তারা আফরিনের মূল শহরের বাইরে অবস্থান নিয়েছে আর সেখানে ঢোকার চেষ্টা করছে। ইতোমধ্যে তারা অনেক শহর ও গ্রাম কুর্দি বাহিনীর কাছ থেকে দখলে নিয়েছে।

এখন পর্যন্ত কুর্দি অধ্যুষিত এই এলাকা থেকে দেড় লাখ মানুষ পালিয়ে গেছেন। তুরস্কের দাবি, শুধু কুর্দি সেনাদের লক্ষ্য করেই হামলা চালাচ্ছে তারা।

ব্রিটিশ মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, হাসপাতালে হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। কুর্দি রেড ক্রিসেন্টের এক কর্মকর্তা জানান, সেটিই আফরিনে একমাত্র কাজ করা হাসপাতাল ছিল।