আফরিনে তুরস্কের বিরুদ্ধে লড়াইয়ে নিহত ব্রিটিশ নারী

আফরিনের তুরস্কের বিরুদ্ধে যুদ্ধে কুর্দি বাহিনীর পক্ষ হয়ে লড়াই করা এক ব্রিটিশ নারী নিহত হয়েছেন। তার কুর্দি কমান্ডারের বরাত নিয়ে খবরটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

1019

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, অ্যানা ক্যাম্পবেল নামে ওই ব্রিটিশ নারী ইস্ট সাসেক্সে। তিনি কুর্দি বাহিনীর উইমেন’স প্রটেকশন ইউনিটের হয়ে লড়াই করেছেন। ১৫ মার্চ তুর্কি বাহিনীর বিমান হামলা প্রাণ হারান তিনি।

২৬ বছর বয়সী এই নারী আইএসের বিরুদ্ধে লড়াই করতে সিরিয়া গিয়েছিলেন। তবে আফরিনে তুর্কি বাহিনী অভিযান চালানোর পর তিনিই তার কমান্ডারকে অনুরোধ করেছিলেন যেন তাকে সেখানে পাঠানো হয়।

২০ জানুয়ারি কুর্দি পিপল’স প্রটেকশন ইউনিটস (ওয়াইপিজি)-এর নিয়ন্ত্রণাধীন আফরিনে অপারশেন অলিভ ব্রাঞ্চ নামে সামরিক অভিযান শুরু করে তুরস্ক। তুর্কিদের কাছে ওয়াইপিজি সন্ত্রাসী গোষ্ঠী এবং তুরস্কে নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) শাখা বলে পরিচিত। তুরস্কের অভিযানের লক্ষ্য ছিল, আফরিন থেকে কুর্দিদের উৎখাত করা।

অ্যানাকে প্রথমে আফরিনে যেতে দেওয়া হয়নি। তবে তিনি বারবারই জোর করায় এক পর্যায়ে তাকে আফরিনের যুদ্ধে যুক্ত করা হয় বলে জানিয়েছে এক কুর্দি সূত্র। 

সিরিয়া কুর্দি বাহিনীর হয়ে লড়াই করে প্রাণ হারানো তিনি প্রথম ব্রিটিশ নন। তকে আফরিনে অভিযান শুরুর পর থেকে নিহত প্রথম ব্রিটিশ তিনি।