জিম্মি ৩৯ ভারতীয়কে হত্যা করেছে আইএস: সুষমা স্বরাজ

সুষমা স্বরাজ২০১৪ সালে ইরাকে জঙ্গিগোষ্ঠী আইএসের হাতে অপহৃত ৩৯ ভারতীয় শ্রমিককে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভারতের পার্লামেন্টে এ তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি জানান, সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার পর নিহতদের পরিবারকে এ বিষয়ে জানানো হবে।

ইরাকের মসুল আইএসমুক্ত হওয়ার পর সেখানকার একটি গণকবর থেকে তোলা ৩৯টি মরদেহ অপহৃত ভারতীয়দের বলে ডিএনএ পরীক্ষায় জানা গেছে। সোমবার ভারতীয় কর্তৃপক্ষ এ ব্যাপারে নিশ্চিত হয়।

৩৮টি মরদেহের সঙ্গে অপহৃত ভারতীয়দের ডিএনএ’র মিল পাওয়া গেছে। আরেকটি মরদেহের সঙ্গে একজন ভারতীয় নাগরিকের ডিএনএ-র ৭০ শতাংশ মিল পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষে নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়।

পার্লামেন্টে দেওয়া বক্তব্যে সুষমা স্বরাজ জানান, সেখানকার বহু মরদেহের মধ্যে ভারতীয়দের মরদেহগুলো খুঁজে বের করে ডিএনএ পরীক্ষার জন্য সেগুলো  বাগদাদে নিয়ে যাওয়া ছিল বিশাল কাজ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিকে সিং এ কাজের দেখভালের দায়িত্বে ছিলেন।

পার্লামেন্টের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিকে সিং জানিয়েছেন, সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে আট থেকে ১০ দিন সময় লাগতে পারে। সূত্র: দ্য  টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।