কাশ্মিরে ভারতীয় বাহিনীর নিরাপত্তা অভিযানে নিহত ২

ভারত শাসিত কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই তরুণ নিহত হওয়ার খবর দিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। ডোবুর এলাকার ষষ্ঠগ্রাম এলাকা ঘিরে ফেলে ওই অভিযান চালানো হয় বলে কাশ্মির মিডিয়া সার্ভিসের বরাতে খবর দিয়েছে সংবাদমাধ্যমটি। ওই সময় এলাকাটির মোবাইল সেবা এবং শ্রীনগর ও বানিহালের মধ্যে চলাচলকারী রেল সেবা বাতিল করা হয়।

noname
শুক্রবার রাতের ওই অভিযানের পর শনিবার পুলাওয়ামা জেলায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ওই বিক্ষোভেও টিয়ারগ্যাস ছুড়েছে পুলিশ।
এই মাসের শুরুতে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান জেই রা’দ আল হুসেন ভারত শাসিত কাশ্মিরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। জেনেভায় সংস্থার ৩৭ তম অধিবেশনের অন্যতম আলোচিত বিষয় ছিল এই ইস্যু। আগামী জুনে কাশ্বির পরিস্থিতি নিয়ে একচি বিস্তারিত রিপোর্ট প্রকাশের কথাও জানান তিনি।
কাশ্মিরে সশস্ত্র বিদ্রোহী সংগঠনগুলোর কেউ কেউ সরাসরি স্বাধীনতার দাবিতে আন্দোলনরত। কেউ কেউ আবার কাশ্মিরকে পাকিস্তানের অঙ্গীভূত করার পক্ষে। ইতিহাস পরিক্রমায় ক্রমেই সেখানকার স্বাধীনতা আন্দোলনের ইসলামীকিকরণ হয়েছে। তবে ভারতীয় কর্তৃপক্ষ কাশ্মিরের জাতিমুক্তি আন্দোলনকে বিভিন্ন জঙ্গিবাদী তৎপরতার থেকে আলাদা করে শনাক্ত করে না। সন্দেহভাজন জঙ্গি নাম দিয়ে বহু বিদ্রোহীর পাশাপাশি বেসামরিকদের হত্যার অভিযোগ রয়েছে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে।