আলেকজান্দ্রিয়ার প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে হত্যার লক্ষ্যেই বোমা হামলা!

মিসরে গাড়িবোমা হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন আলেকজান্দ্রিয়া শহরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর জেনারেল মোস্তফা আল নেমর। দেশটির নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

মিসরে বোমা হামলায় ক্ষতিগ্রস্ত গাড়ি

মিসরে শনিবারের হামলায় নিহতের সংখ্যা আরো একজন বেড়েছে।  এ ঘটনায় এক পুলিশ সদস্যসহ মোট দুইজন নিহত হওয়ার পাশাপাশি চারজন আহত হয়েছেন। আলেকজান্দ্রিয়ার রুশদি উপশহরের টোলিপ হোটেলের পার্কিংয়ে এই বোমা হামলা চালানো হয়।

মোস্তাফা আল নেমরকে উদ্ধৃতি করে মিসরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মিনা বলেছে, একজন পুলিশ সদস্য ও একজন গাড়িচালক এই হামলায় নিহত হয়েছেন। মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আল নেমরকে গুপ্ত হত্যার চেষ্টা হিসেবে এই হামলা চালানো হয়েছে।

সাবেক সহকারী স্বরাষ্ট্র মন্ত্রী রফিক হাবীব আল জাজিরাকে বলেন, কোনও চরমপন্থী গোষ্ঠী এই হামলা চালিয়েছে। তবে কেউ হামলার দায় স্বীকার করেনি। হাবীব আরও বলেন, প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে এই হামলা চালানো হয়েছে।

হাবীব আরও বলেন, আমি মনে করি না, নির্বাচনের ওপর এর কোনও প্রভাব পড়বে। আমি নিশ্চিত অনেক মানুষ ভোট দিতে যাবে।