পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্প, সুনামির আশঙ্কা

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে আফ্রিকার দেশ পাপুয়া নিউ গিনি৷ মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৯। দুই ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও গার্ডিয়ানের খবর থেকে জানা গেছে, ভূমিকম্পের পর উপকূলীয় কিছু এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে এতে খুব বেশি ক্ষয়ক্ষতি হবে না বলে আশা করা হচ্ছে।

nonameবিবিসি ও গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় অনুযায়ী বৃহস্পতিবার রাত সাড়ে এগারটার দিকে (বাংলাদেশ সময় অনুযায়ী শুক্রবার মধ্যরাত সাড়ে তিনটায় ওই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটি রাবাউল শহর থেকে ১৬২ কিলোমিটার দূরের নিউ ব্রিটেন আইল্যান্ডে আঘাত হানে৷ এর গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬ মাইল)।

ভূমিকম্প অনুভূত হওয়া ওই দ্বীপে প্রায় ২০,০০০ মানুষ এখানে বসবাস করে৷ স্থানীয় এক বাসিন্দা জানান, কম্পনের মাত্রা এতোটাই বেশি ছিল যে আতঙ্কে সবাই প্রায় বাড়ি থেকে ছুটে বেরিয়ে আসেন৷

প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার থেকে জানান হয়, এই ভূমিকম্প থেকে কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই৷ একটি জরুরিকালীন বুলেটিন বলা হয়, প্রাপ্ত সকল তথ্যের ভিত্তিতে থেকে বোঝা যাচ্ছে কোনও বড়নের সুনামির শঙ্কা আপাতত নেই৷