সোমালিয়ায় সামরিক ঘাঁটিতে আল-শাবাবের হামলা, নিহত ৩৪

সোমালিয়ায় আফ্রিকার ইউনিয়নের ঘাঁটিতে হামলা চালিয়েছে জঙ্গি গোষ্ঠী আল-শাবাব। এ ঘটনায় নিহত হয়েছে অন্তত ৩৪ জন। এর মধ্যে ৩০জনই আল-শাবাব জঙ্গি। বাকি চারজন আফ্রিকান ইউনিয়নের সেনা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

80a97b4a012a452187edb34ee41a7640_18প্রতিবেদনে বলা হয়, রবিবার সকালের দিকে ভারী অস্ত্র নিয়ে হামলা চালায় আল-শাবাব। আফ্রিকান ইউনিয়নের ঘাঁটিতে হামলা পর দুইটি গাড়ি ধ্বংস করে তারা। এরপর কয়েক ঘণ্টা ধরে চলে বন্দুকযুদ্ধ। আফ্রিকান ইউনিয়ন মিশন টু সোমালিয়া এক বিবৃতিতে জানায়, জঙ্গিরা ভারী অস্ত্র নিয়ে হামলা চালায়। জবাবে আমাদের সেনারাও গুলি করতে থাকে। অন্তত ৩০জনকে হত্যা করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আটটি গাড়িতে করে সন্ত্রাসীরা এসেছিলো। এরমধ্যে দুইটি গাড়িতে বিস্ফোরক ছিলো। সেগুলো ধ্বংস করা হয়েছে এবং অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে।’

এই ঘটনায় আফ্রিকান ইউনিয়নের চারজন সেনাও নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।

তবে আল-শাবাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের মাত্র ১৪ জন জঙ্গি নিহত হয়েছে আর এইউ এর নিহত হয়েছেন অনেকে। জঙ্গি গোষ্ঠীটির সামরিক অভিযানের মুখপাত্র আবদিয়াজিজ আবু মুসাব বলেন, ‘মুজাহিদরা এইউ ঘাঁটিতে প্রবেশ করে ৫৯ জনকে হত্যা করেছে। এছাড়া আরও পাঁচটি ঘাঁটিতেও হামলা চালিয়েছি আমরা।

এদিকে রবিবার সোমালিয়ায় তিনটি এলাকায় বিমাস হামলাও চালানো হয়েছে। এখনও এই হামলার দায় স্বীকার করেনি কেউ।