রাশিয়ায় শপিং মলে আগুন, প্রাণহানি

রাশিয়ার রাজধানী মস্কোয় একটি শপিং মলে অগ্নিকাণ্ডে অন্তত এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে নীল-সাদা রঙ-এর ভবনটি থেকে আগুনের কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট।

Moscow shopping centre fire‘পারসিয়াস শপিং সেন্টার’ নামের মার্কেটটি শিশুদের প্রয়োজনীয় সামগ্রীর জন্য বেশ জনপ্রিয়। অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনটিতে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত উদ্ধার তৎপরতায় যোগ দেন উদ্ধারকর্মীরা। তাদের তৎপরতায় সেখান থেকে প্রায় ৩০০ জনকে উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে কোনও কোনও খবরে বলা হয়েছে, ভবনের চতুর্থ তলায় অবস্থিত একটি খেলনার গুদাম থেকে আগুনের সূত্রপাত।

এর আগে গত ২৫ মার্চ রাতে রাশিয়ার সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলের একটি শপিং মলে আগুন লাগে। এতে নারী ও শিশুসহ অন্তত ৬৪ জন নিহত হন। এর ১০ দিনের মাথায় দ্বিতীয় দফায় দেশটির কোনও শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট, স্পুটনিক।