X
সোমবার, ১৭ জুন ২০২৪
৩ আষাঢ় ১৪৩১

বাইডেন ও শি’কে শান্তি সম্মেলনে যোগদানের আহ্বান জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক
২৬ মে ২০২৪, ১৮:২৫আপডেট : ২৬ মে ২০২৪, ১৮:২৮

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের নেতা শি জিনপিংকে শান্তি সম্মেলনে যোগদানের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আসন্ন শীর্ষ সম্মেলনে তাদেরকে উপস্থিত থাকার জন্য রবিবার (২৬ মে) এই আহ্বান জানিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সাম্প্রতিক সপ্তাহে ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা চালিয়ে বেশ অগ্রসর হয়েছে রুশ বাহিনী। অপরদিকে, ২৭ মাস ধরে রুশ আক্রমণ প্রতিরোধ করতে লড়াই করছে ইউক্রেন।

কিয়েভ প্রত্যাশা করছে, জুন মাসে সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় শান্তি সম্মেলন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে সাহায্য করবে। এদিকে, রাশিয়া বলেছে, এই শান্তি সম্মেলনে মস্কোকে আমন্ত্রণ জানানো হয়নি।

বৃহস্পতিবার একটি ছাপাখানায় রুশ বিমান হামলা পর জেলেনস্কি বলেন, এই শীর্ষ সম্মেলনে দেখা যাবে, বিশ্বের কোন নেতা এই যুদ্ধের অবসান ঘটাতে চান।

বিশ্ব নেতাদের প্রতি অনুনয় করে জেলেনস্কি বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য আপনাদের নেতৃত্ব দেখান। শুধু দুই পক্ষের হামলা বন্ধ নয়, পরিপূর্ণভাবে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।

রণক্ষেত্রের বর্তমান সম্মুখ রেখাকে স্বীকৃতি দেওয়ার শর্তে যুদ্ধবিরতি আলোচনার জন্য পুতিনের রাজি থাকার কথা রয়টার্সকে রুশ সূত্র জানানোর দুদিন পর জেলেনস্কি এই মন্তব্য করলেন।

জেলেনস্কি ও ইউক্রেনের সমর্থকরা বলছেন, শুধু যুদ্ধবিরতি হলে তা রাশিয়াকে পুনরায় সশস্ত্র ও সংগঠিত করতে সহায়তা করবে।

সাম্প্রতিক মাসগুলোতে পূর্ব ফ্রন্টের বিভিন্ন অংশে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে রাশিয়া। এই মাসের শুরুতে রুশ বাহিনীর স্থল আক্রমণের পর উত্তরপূর্ব খারকিভ অঞ্চলের আরও গভীরে প্রবেশের চেষ্টা করছে দেশটি।

গত সপ্তাহে রয়টার্সের এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছিলেন, শান্তি আলোচনায় অনেক দেশকে নিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুতিন বলেছেন, তিনি মনে করেন, রুশ সেনাদের প্রত্যাহারে ইউক্রেনের দাবিটি আলোচনায় রাশিয়ার প্রতি আলটিমেটামে পরিণত হতে পারে।

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান ও ফিলিপাইনের মহড়া
মিয়ানমারের মংডুতে সংঘাত, আটকে পড়ার ঝুঁকিতে ৭০ হাজার রোহিঙ্গা
ইসরায়েল-লেবানন সীমান্তে বেড়েছে উত্তেজনা, সতর্ক নেতানিয়াহু সরকার
সর্বশেষ খবর
মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যাওয়ার আকুতি রোহিঙ্গাদের
ঈদের মোনাজাতমর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যাওয়ার আকুতি রোহিঙ্গাদের
হাতের যত্নে একটু সময়
হাতের যত্নে একটু সময়
দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান ও ফিলিপাইনের মহড়া
দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান ও ফিলিপাইনের মহড়া
ওবায়দুল কাদেরের কথার জবাব দিতে রুচিতে বাধে: মির্জা ফখরুল
ওবায়দুল কাদেরের কথার জবাব দিতে রুচিতে বাধে: মির্জা ফখরুল
সর্বাধিক পঠিত
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
ছাগলেই স্বস্তি!
ছাগলেই স্বস্তি!
ঈদের ৫ ছবি: ১২৯ প্রেক্ষাগৃহে ‘তুফান’, ৩৫টিতে বাকি ৪!
ঈদের ৫ ছবি: ১২৯ প্রেক্ষাগৃহে ‘তুফান’, ৩৫টিতে বাকি ৪!
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ