দুর্নীতির মামলায় আদালতে জ্যাকব জুমা

দুর্নীতির মামলায় আদালতে হাজিরা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে শুক্রবার তার বিরুদ্ধে ১৯৯০ দশকের আড়াই বিলিয়ন ডলারের অস্ত্র ক্রয় চুক্তিতে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ গঠিত হয়েছে। ডারবানের উচ্চ আদালতে ১৫ মিনিটের হাজিরা শেষে মামলার শুনানী আগামী ৮ জুন পর্যন্ত মুলতবি রাখা হয়েছে।

আদালতে জ্যাকব জুমা

২০১৯ সাল পর্যন্ত মেয়াদ থাকলেও চলতি বছরের প্রথম দিকে দলের অভ্যন্তরে চাপের মুখে পড়ায় প্রেসিডেন্ট পদ থেকে সরে যেতে বাধ্য হন জুমা। এর আগে ফরাসি অস্ত্র বিক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে ঘুষ লেনদেনের অভিযোগ ওঠার পর গত বছরের ডিসেম্বরে দলের সভাপতির দায়িত্ব থেকে সরে যেতে বাধ্য হয়েছিলেন তিনি। এরপর ডেপুটি প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে নতুন সভাপতির দায়িত্ব দেওয়া হলে দলের শীর্ষ কোনও পদে না থেকেও প্রেসিডেন্টের দায়িত্ব সামলাচ্ছিলেন জুমা। পরে তার ওপর পদত্যাগের চাপ জোরালো হতে থাকলে ফেব্রুয়ারির মাঝামাঝি পদত্যাগে বাধ্য হন তিনি। দুর্নীতি, অর্থ পাচার, জালিয়াতিসহ মোট ১৬ টি অভিযোগে বিচারের মুখোমুখি হতে হচ্ছে তাকে।

শুনানী শেষে বেরিয়ে সমর্থকদের সঙ্গে জমুা

নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন  জন্য ৭৫ বছর বয়সী জুমা। শুক্রবার আদালতে হাজিরা দেওয়ার সময়ও শহরে বিক্ষোভ দেখিয়েছেন তার সমর্থকরা। শুনানী শেষে সমর্থকদের জমায়েতের উদ্দেশ্যে রাখা বক্তব্যে জুমা বলেন, কেউ কেউ এমন আচরণ করছে যেন মনে হচ্ছে যেন আমাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত আমি নির্দোষ। পরে সমর্থকদের সঙ্গে নাচ ও গানে শামিল হন তিনি।

জ্যাকব জুমা ও তার আইনজীবীরা মনে করেন, তার বিরুদ্দে আনা অভিযোগগুলো মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।