সিরিয়ায় বিমান হামলায় নিহত ২৭, আহত ১৫০

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ইদলিবে এক বিমান হামলায় অন্তত নিহত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫০ জন। স্বেচ্ছাসেবী উদ্ধারকারী দল হোয়াইট হেলমেটস জানায়, রাশিয়া এই হামলা চালিয়ে থাকতে পারে।

2018_3-23-Heavily-damaged-buildings-are-seen-at-a-marketplace-after-the-Assad-Regime-carried-out-air-strikes-in-Idlib20180323_2_29410228_31977509

মধ্যপ্রাচ্যের সংবাদভিত্তিক ব্রিটিশ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটর জানায়, ওয়াদি নাসিম এলাকায় এই হামলায় অনেক ক্ষতি হয়েছে। সারারাত ধরে উদ্ধার অভিযান চালিয়েছে হোয়াইট হেলমেটস। হতাহতদের মধ্যে অনেক শিশুও ছিল।

তবে এই হামলা কারা চালিয়েছে সেই বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। কেউ কেউ বলছেন গাড়িবোমা হামলাও হয়ে থাকতে পারে।

গত মাসেই কাফর বাতিখে রুশ বিমান হামলায় ১৬ শিশুসহ ২০ জন প্রাণ হারিয়েছিল। এর আগের সপ্তাহেই ইদলিবে এক হামলায় নিহত হয়েছিলেন ২২ জন। 

পূর্ব ঘৌটায় গত এক মাসের লাগাতার হামলার পর সেখান থেকে পালানো শুরু করেছে বিদ্রোহীরা। ১৮ ফেব্রুয়ারি আক্রমণ শুরু করা আসাদ বাহিনী এলাকাটিতে বিদ্রোহীদের প্রতিরোধ প্রচেষ্টাকে তিন অংশে বিভক্ত করে দিতে পেরেছিল। তাদের হামলায় তখন প্রায় ১ হাজার ৬০০ মানুষ প্রাণ হারিয়েছে। তাদের সেখান থেকে উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিব প্রদেশে তাদের নির্বাসনে পাঠানো হচ্ছে। এবার ইদলিবেও বিমান হামলার খবর পাওয়া গেল।