পূর্ব জেরুজালেমের জন্য ১৫ কোটি ডলার সহায়তা ঘোষণা সৌদি বাদশাহর

পূর্ব জেরুজালেমের ইসলামি স্থাপনা রক্ষণাবেক্ষণের জন্য ১৫ কোটি ডলার সহায়তা ঘোষণা করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। দাহরানে শুরু হওয়া আরব লিগের সম্মেলনে তিনি বলেন, ‘আমি এই সম্মেলনের নাম দিচ্ছি জেরুজালেম সম্মেলন যেন পুরো বিশ্ব জানতে পারে যে ফিলিস্তিন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু।’ সেসময়ই এই সহায়তার ঘোষণা দেন তিনি। 

54471462b930f4518fbea0e29050ff9d0161b107ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির বিরোধিতা করেছেন সৌদি বাদশাহ। তিনি। বলেন, ‘আমরা জোর দিয়ে বলছি পূর্ব জেরুজালেম ফিলিস্তিনি অংশ।’

সৌদি বাদশাহ বলেন, ফিলিস্তিনের ইস্যুই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পূর্ব জেরুজালেমই ফিলিস্তিনের রাজধানী। তিনি বলেন, ‘ফিলিস্তিন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। যতদিন দেশটির নাগরিকরা তাদের রাষ্ট্র ও এর রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেম না পান ততদিন আমরা তাদের পাশে থাকবো।’

ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ-কে ৫ কোটি ডলার সহায়তা করবে। সংস্থাটি ৩০ লাখেরও বেশি ফিলিস্তিনিদের নিয়ে কাজ করে।