ফেসবুকে ‘ভুয়া লাইক’ কেনা হারাম: মিসরের গ্র্যান্ড মুফতি

ফেসবুকে সফটওয়ারের মাধ্যমে ভুয়া লাইক বা অনুসারী বাড়ানো ইসলামে হারাম বলে ফতোয়া দিয়েছেন মিসরের গ্র্যান্ড মুফতি শওকি আলম। তিনি বলেছেন, ফেসবুকে এমন চর্চা প্রতারণা। ভুয়া এই লাইকে বাস্তবতার প্রতিফলন হয় না।

download

মধ্যপ্রাচ্যের সংবাদভিত্তিক ব্রিটিশ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এটা জানা যায়। দার আল- ইফতা আল-মিসরিয়াহ এর ফেসবুক পেজে এক ঘোষণায় শওকি আলম বলেন, ‘লাইক যদি ভুয়া হয়, সফটওয়ারের মাধ্যমে বাড়ানো হয় সেটা প্রকৃত অবস্থার প্রতিফল হয় না। তাই এটা প্রতারণা।’

এ সময় একটি হাদিস উদ্ধৃত করে তিনি বলেন, ‘মোহাম্মদ (স.) বলেছেন, যারা প্রতারণা করে তারা আমার কেউ না।’

তবে কোনও কিছুর প্রচারণা চালানো হারাম নয় বলে জানিয়েছেন গ্র্যান্ড মুফতি। তিনি বলেন, ‘শরিয়া আইন অনুযায়ী যেকোনও একাউন্ট, পেজ বা পণ্যের প্রচারণা চালানো যেতে পারে। নির্দিষ্ট অংকের টাকা দিয়ে কাঙ্খিত গ্রাহকের কাছে পৌঁছানোর চেষ্টা করা হারাম নয়।’ এটা পণ্যের প্রচারণা।

তবে মানুষের জীবনে প্রযুক্তি যে প্রভাব ফেলছে সেটি নিয়ে এর আগেও ফতোয়া জারি করেছিলেন মিসরের এ মুফতি। চলতি বছরের শুরুর দিকে তিনি একটি ফতোয়া জারি করে বলেন, অনলাইন মুদ্রা বিটকয়েনের ক্রয়-বিক্রয় জুয়া খেলার শামিল এবং ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ।