নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬০

নাইজেরিয়ার একটি মসজিদ ও মার্কেটে পৃথক আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। ওই জোড়া হামলায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। বুধবার এক প্রতিবেদেন এ খবর জানিয়েছে জাপান টাইমস।

Nigeriaপ্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার একটি মসজিদে ও একটি বিপণিবিতানে চালানো বোমা বিস্ফোরণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তরুণ দুই আত্মঘাতী এ জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে।

হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও রেডক্রসের কর্মীরা।

ন্যাশনাল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (ন্যামে) মুখপাত্র ইমাম গারকি বলেন, তারা ২৬ জনের মরদেহ উদ্ধার এবং আহত ৫৬ জনকে হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে ১১জনের অবস্থা আশঙ্কাজনক।

এখনও পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম এ হামলা চালাতে পারে বলে মনে করা হচ্ছে। ওই এলাকাটিতে তাদের বেশ প্রভাব রয়েছে।