লিবিয়ার নির্বাচন কমিশনে আত্মঘাতী হামলায় নিহত ১২

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে দেশটির নির্বাচন কমিশনে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। বুধবারের এ হামলায় অন্তত ১২ জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে রয়েছেন নির্বাচন কমিশনের কর্মী এবং নিরাপত্তাকর্মীরাও রয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

Suicide militants storm HQ of Libya`s election commissionপ্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি নির্বাচন কমিশন ভবনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

পালিয়ে ভবন থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন নির্বাচন কমিশনের মুখপাত্র খালেদ ওমর। তিনি জানান, স্থানীয় সময় বুধবার সকালে তিন আত্মঘাতীসহ একদল সশস্ত্র জঙ্গি নির্বাচন কমিশন সদর দফতরে হামলা চালায়। প্রথমে এক আত্মঘাতী নিজেকে উড়িয়ে দেয়। দ্বিতীয় আত্মঘাতী হামলাকারী ভবনে আগুন ধরিয়ে দেওয়ার পর নিজেকে উড়িয়ে দেয়।

হামলার এক পর্যায়ে নির্বাচন কমিশন সদর দফতরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে জঙ্গিরা। তাদের গুলিবর্ষণের পাল্টা জবাব দেয় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

উল্লেখ্য, পরবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা করা না হলেও সম্প্রতি প্রায় ১০ লাখ ভোটার নিবন্ধ করেছে নির্বাচন কমিশন।

এখন পর্যন্ত কেউ কমিশনে হামলার দায় স্বীকার করেনি। তবে বুধবারের এ হামলা গাদ্দাফি পরবর্তী লিবিয়ায় ছড়িয়ে পড়া অস্থিরতার সর্বশেষ নজির।