কেনিয়ায় বন্যায় শতাধিক লোকের প্রাণহানি

কেনিয়ার কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চলে ব্যাপক ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় গত এপ্রিল মাস থেকে শতাধিক মানুষ নিহত হয়েছেন। এক মাসের বন্যায় দুই লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েন। স্থানীয় কর্তৃপক্ষ ও মানবাধিকার সংস্থাগুলো ইতোমধ্যে অসহায় মানুষদের হেলিকপ্টারে সরিয়ে নেওয়ার পাশাপাশি আক্রান্ত গ্রামগুলো সাহায্য কার্যক্রম শুরু করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

7d8a014a93064fa69c42d091783c178c_18

কেনিয়ার রেড ক্রস এই বন্যাকে ‘মানবিক বিপর্যয়’ বলে অ্যাখ্যা দিয়ে ভুক্তভোগীদের সহায়তার জন্য জরুরি তহবিল গঠনের আহ্বান জানিয়েছে। বন্যায় ইতোমধ্যে বিভিন্ন এলাকায় কলেরা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

কেনিয়ার আবহাওয়া বিভাগ থেকে পূর্বাভাসে বলা হয়েছিল, দেশটির পশ্চিম ও কেন্দ্রীয় অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে বৃষ্টিপাত হবে। এছাড়া অন্যান্য অঞ্চলে স্বাভাবিক বৃষ্টিপাত হবে। পূর্ব আফ্রিকার দেশটিতে মার্চ থেকে মে-জুন মাস পর্যন্ত বেশিরভাগ বৃষ্টি হয়। এছাড়া নভেম্বর মাসকে দ্বিতীয় বর্ষাকাল বলে ধরা হলেও সে সময় তুলনামূলক কম বৃষ্টিপাত হয়।

কেনিয়া ছাড়াও আফ্রিকার দেশ উগান্ডা ও সোমালিয়াতেও বন্যার প্রকোপ দেখা দিয়েছে। জাতিসংঘের হিসাবমতে, সোমালিয়ায় প্রায় পাঁচ লাখ লোক বন্যায় আক্রান্ত হয়েছে। দেশটিতে প্রায় এক লাখ ৭৫ হাজার লোক গৃহহীন হয়ে পড়েছেন।