মুম্বাই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার আত্মহত্যা

নিজের অফিসিয়াল রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন মুম্বাই পুলিশের যুগ্ম কমিশনার হিমাংশু রায়। শুক্রবার দুপুর ১টা ৪০টা মিনিটে নিজের বাড়িতে আত্মহত্যা করেন তিনি। দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কতর্ব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, কিছুদিন ধরে ক্যানসারে ভুগছিলেন এই পুলিশ কর্মকর্তা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ।

Himanshu Roy১৯৮৮ ব্যাচের কর্মকর্তা হিমাংশু রায় অত্যন্ত দক্ষ পুলিশ অফিসার হিসেবে পরিচিত। ২০১৩-সালের আইপিল স্পট ফিক্সিং মামলা থেকে সাংবাদিক জতির্ময় দে হত্যা মামলার মতো হাই প্রোফাইল মামলায় অন্যতম তদন্তকারী ছিলেন তিনি।

গত কয়েক মাস ধরেই তিনি ক্যানসারে আক্রান্ত। সেজন্য তাকে কড়া মাত্রার স্টেরয়েড নিতে হচ্ছিল বলে জানিয়েছেন তার চিকিত্সক। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন তা এখনও স্পষ্ট নয়।