ইয়েমেনে নারী অধ্যাপককে গুলি করে হত্যা

ইয়েমেনের এডেন বিশ্ববিদ্যালয়ের নারী অধ্যাপক নাজাত আলি মুকবিলকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি ইয়েমেনের একজন প্রখ্যাত শিক্ষাবিদ ছিলেন। বার্তাসংস্থা জিনহুয়া বলেছে, বুধবার আততায়ীরা নিহত অধ্যাপকের বাসায় ঢুকে হত্যাকাণ্ডটি ঘটায়। মুখোশ ও সামরিক পোশাক পরা ওই আততায়ীরা হত্যাকাণ্ডে ‘অটোমেটিক রাইফেল’ ব্যবহার করেছিল। তার সঙ্গে তার পরিবারের আরও দুই জন সদস্য প্রাণ হারিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ।1191721-525011253

আততায়ীর গুলিতে নিহত অধ্যাপক নাজাত আলি মুকবিল এডেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ছিলেন। বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, অধ্যাপক নাজাতের সঙ্গে তার নাতনি লিয়ান ও ছেলে সামেহ হত্যার শিকার হয়েছেন। এডেন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিবৃতি জানানো হয়েছে, হত্যার পর বেরিয়ে যাওয়ার সময় প্রতিবেশীরা ওই আততায়ীদের ধাওয়া করে এবং তাদের একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

ইয়েমেনর প্রধানমন্ত্রী আহমাদ বিন দাঘার এই হত্যাকাণ্ডকে ‘চরম ঘৃণ্য’ আখ্যা দিয়েছেন। তার বক্তব্য প্রচারিত হয়েছে ইয়েমেনের সরকারি সংবাদমাধ্যম সাবাতে। সেখানে আরও জানানো হয়েছে, রাষ্ট্রপতি আবদ-রাব্বু মনসুর হাদি ঘটনার তদন্তে সবাইকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় এডেনের সাবেক গভর্নর ও বর্তমানে তথাকথিত ‘হুথি সরকারের’ প্রধানমন্ত্রী আব্দেল আজিজ বিন হাবতুরও নিন্দা জানিয়েছেন।