ভেনেজুয়েলায় কারাগারে দাঙ্গায় ১১ জন নিহত

ভেনেজুয়েলার লারা রাজ্যের একটি কারাগারে দাঙ্গায় ৯ বন্দি ও দুই প্রহরী নিহত হয়েছেন। দেশটির কারাগার মন্ত্রী আইরিশ ভারেলা শুক্রবার বলেন, এটি দেশটিতে এক সপ্তাহে দ্বিতীয় দাঙ্গা ছিল।

prison-riot-560x390

সর্বশেষ বৃহস্পতিবার ফিনিক্স কারাগারে দাঙ্গা শুরু হয়। পরে পুলিশ দাঙ্গা নিয়ন্ত্রণ করে। ওই ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন ভারেলা।

তার আগে বুধবার কারাকাস রাজ্যের হেলিকোইদে জেলখানা ভবনে প্রেসিডেন্ট নিকোলাস মায়েদুর সমাজতান্ত্রিক সরকারের বিরোধীরা বিক্ষোভ শুরু করে। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।

ভারেলা আরও বলেন, হেলিকোইদে জেলখালায় জোসুয়া হল্ট নামে এক মার্কিন নাগরিককে বন্দি রাখা হয়েছে। হেলিকোইদে বিক্ষোভের পর যুক্তরাষ্ট্র তাদের নাগরিককে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। ফিনিক্স কারাগারেও একজন মার্কিন নাগরিক আটক রয়েছে বলে কারাকাসের মার্কিন দূতাবাসের কর্মকর্তারা সাংবাদিকদের বলেছেন। ওই সময় তাদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করে মার্কিন দূতাবাস। উল্লেখ্য, ভেনেজুয়েলার কারাগারগুলো অস্ত্র ও মাদকের সহজলভ্যতার কারণে কুখ্যাত।