এক হাজার ইথিওপিয়ান নাগরিককে মুক্তি দিচ্ছে সৌদি আরব

বিভিন্ন অপরাধে কারাগারে আটক থাকা এক হাজার ইথিওপিয়ান নাগরিককে মুক্তি দিতে রাজি হয়েছে সৌদি আরব। এই সপ্তাহে সৌদি আরব সফরের সময় ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদের অনুরোধের পর এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

prisoner-optimized-1140x444

শনিবার ইথিওপিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফানা ব্রডকাস্টিং কর্পোরেশনের খবরে বলা হয়, এসব  বন্দির মধ্যে একশ জন নারী। তবে তাদের বিরুদ্ধে কী অভিযোগ ছিল তা খবরে জানানো হয়নি।

উপসাগরীয় দেশগুলোতে বিশেষ করে সৌদি আরবে লাখ লাখ ইথিওপিয়ান নাগরিক বাস করেন। সম্প্রতি সৌদি কর্মকর্তারা ৫ লাখের বেশি অবৈধ ইথিওপিয়ান অভিবাসীকে দেশে ফেরত পাঠানোর পদক্ষেপ নিয়েছে। ইতোমধ্যে প্রায় এক লাখ ৬০ হাজার ইথিওপিয়ানকে দেশে পাঠনো হয়েছে।  সূত্র: রয়টার্স।