সোমালিল্যান্ডে ঝড় ও বন্যার আঘাতে ৫০ জনের মৃত্যু

সোমালিল্যান্ডে ঝড়-বৃষ্টি ও বন্যায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। ধ্বংস হয়ে গেছে শত শত জমি। ত্রাণ কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার একথা জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

1.12166608১৯৯১ সালে সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সোমালিল্যান্ড। তখন থেকেই স্বাধীনভাবে দেশ পরিচালনা করে তারা। তবে এখনও মেলেনি আন্তর্জাতিক স্বীকৃতি।

দেশটির ভাইস প্রেসিডেন্ট আবদিরাহমান আব্দুল্লাহি ইসমাইল বলেন, ঝড়ের কারণে নিহতের সংখ্যা ৫০ জনেরও বেশি। এই সংখ্যা আরও বাড়তে পারে কারণ অনেকেই নিখোঁজ রয়েছে।

শনিবার ঘূর্ণিঝড় সাগর উত্তর-পশ্চিমাঞ্চলের সোমালিল্যান্ড ও দিজবুতে আঘাত আনে। তিনদিন আগে গালফ উপসাগরীয় অঞ্চলে সৃষ্টি হয় ঘূর্ণিঝড়টি।  জাতিসংঘের মানবাধিকার সমন্বয়ক বিষয়ক দফতর জানায়, সোমালিল্যান্ড অন্তত ৬ লাখ ৬৯ হাজার মানুষ এই ঝড়ে আক্রান্ত হয়েছে।