বিহারে ভূমিকম্পের গুজবে পদদলিত ৫৮

ভারতের বিহারে ভূমিকম্পের গুজবে পদদলিত হয়েছেন ৫৮ শিক্ষার্থী। রবিবার বিহারের নালন্দা জেলার শারিফ রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

ফাইল ছবিরেলওয়ে পুলিশের স্টেশন হাউস অফিসার (এসএইচও) ওম প্রকাশ পাসোয়ান বলেন, ইন্ড্রাস্ট্রিয়াল ট্রেনিং ইন্সটিটিউটের পরীক্ষায় অংশ নিতে শনিবার রাতে বিভিন্ন স্থান থেকে বিহারের শারিফ রেল স্টেশনে পৌঁছায় শিক্ষার্থীরা। রেলওয়ের প্ল্যাটফর্মে তারা ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক ২টার দিকে অ্যাসবেস্টস শিট পড়ার শব্দে সেখানে ভূমিকম্পের গুজব ছড়িয়ে পড়ে। এতে পদদলিত হয়ে সেখানে ঘুমিয়ে থাকা ৫৮ শিক্ষার্থী আহত হয়।

আহতদের বিহার শারিফ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।