শেষ পর্যন্ত মেসির পক্ষেই দাঁড়ালেন ম্যারাডোনা

শনিবারের আইসল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠিত ম্যাচটির কথা সম্ভবত ভুলেই যেতে চাইবেন আর্জেন্টাইনরা। অনেকটা নিশ্চিত জয় হাতছাড়া হয়েছে মেসি-ডি মারিয়াদের। আর এর নেপথ্যে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে মেসির পেনাল্টি মিসের ঘটনাটি। কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনা অবশ্য মেসির পাশে দাঁড়িয়েছেন। তিনি মনে করছেন, মেসি চাপ নিয়েও সঠিকভাবেই তার দায়িত্ব পালন করেছেন। আর তিনি নিজেও পর পর ৫টি পেনাল্টি মিস করার পরও ম্যারাডোনাই থেকে গেছেন।
ফাইল ছবিতে মেসি ও ম্যারাডোনা

১৬ জুন (শনিবার) অনুষ্ঠিত বিশ্বকাপ আসরের ম্যাচে ইউরোতে সবাইকে চমকে দেওয়া আইসল্যান্ড আটকে দিতে সমর্থ হয় গতবারের ফাইনালিস্ট আর্জেন্টিনাকে। লিওনেল মেসির পেনাল্টি মিসের দিনে আর্জেন্টাইনরা ১-১ গোলে ড্র দিয়ে শুরু করে বিশ্বকাপের ২১তম আসর। এ প্রসঙ্গে টেলিসুরকে ম্যারাডোনা বলেন, ‘আমিও পরপর ৫টি পেনাল্টি মিস করেছিলাম। তারপরও আমি ম্যারাডোনাই ছিলাম।’ কোনোভাবেই বলা যায় না যে তার পেনাল্টির কারণে দল খেলায় হেরে গেছে কিংবা দুই পয়েন্ট হারিয়েছে। মেসি লড়াই করে গেছে এবং যতটুকু করার ছিল করেছে। ‘বাচ্চাটা’ তার দায়িত্ব পালন করেছে।

পেনাল্টি মিস করে মাঠেই মানসিকভাবে হতাশ হতে দেখা গেছে মেসিকে। আর্জেন্টিনার এমন খেলায় গ্যালারিতে আরকজনকেও প্রচণ্ড হতাশ দেখা গেছে। তিনি ম্যারাডোনা। এদিন অশ্রু গড়াতে থাকা ম্যারাডোনাকে চোখ মুছতেও দেখা গেছে। টেলিসুরকে তিনি বলেছেন, ‘মাঠে তাকে হতাশ দেখাচ্ছিলো। যেমনটা আমি হতাম। সবকিছু তার ওপর নির্ভর করছিল। সবসময় ঘিরে রাখা দুই খেলোয়াড়কে পাল্লা দিতে হয়েছে তাকে, যখন ও সেটা করলো (পেনাল্টি মিস), তখন পাস করার আর পথ ছিল না তার।’