শিশুদের বিচ্ছিন্ন করার মার্কিন নীতি ভুল : ট্রুডো

মেক্সিকো থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ব্যক্তিদের কাছ থেকে তাদের শিশুদের বিচ্ছিন্ন করে রাখার ট্রাম্প প্রশাসনের নীতি ভুল বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রুডো বলেন, আমেরিকায় যা চলছে তা ভুল। আমি কল্পনা করতে পারছি না, বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারগুলো কিভাবে এই যন্ত্রণা সহ্য করছে। অবশ্যই আমরা কানাডায় এ ধরনের কোনও কিছু করি না। যুক্তরাষ্ট্রের এ সংক্রান্ত পদক্ষেপ কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

nonameএকই ইস্যুতে ট্রাম্প প্রশাসনের নীতির সমালোচনা করেছেন পোপ ফ্রান্সিস। রোমান ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ এ ধর্মগুরু বলেছেন, পপুলিজম বা লোকরঞ্জনবাদ অভিবাসী সমস্যার সমাধান নয়। রবিবার রাতে ভ্যাটিক্যানে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ ব্যাপারে নিজের অবস্থান পরিষ্কার করেন।

পোপ ফ্রান্সিস বলেন, দরজায় এসে দাঁড়ানো মানুষকে ফিরিয়ে দেওয়া যায় না। সূত্র: রয়টার্স, পার্স টুডে।