সর্বাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ পেলো তুরস্ক

যুক্তরাষ্ট্রের কাছ থেকে সর্বাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান পেলো তুরস্ক। টেক্সাসের ফোর্ড ওর্থ শহরে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে দেশটির কর্মকর্তাদের কাছে এ যুদ্ধবিমান হস্তান্তর করা হয়। এ সময় সেখানে উভয় দেশের কর্মকর্তারা ছাড়াও এ প্রকল্পের সঙ্গে যুক্ত মার্কিন কোম্পানি লকহিড মার্টিন এবং তুর্কি কোম্পানিগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

noname১৯৯৯ সাল থেকে এফ-৩৫ যৌথ স্ট্রাইক ফাইটার প্রকল্পের অংশীদার তুরস্ক। আগামী কয়েক দিনের মধ্যেই আঙ্কারা দ্বিতীয় এফ-৩৫টি হাতে পাবে বলে আশা করা হচ্ছে। তৃতীয় ও চতুর্থটি দেওয়া হবে ২০১৯ সালের মার্চে। পর্যায়ক্রমে ২০২০ সালের মধ্যে ছয়টি এফ-৩৫ পাবে দেশটি।

লকহিড মার্টিন ছাড়াও বিভিন্ন তুর্কি প্রতিষ্ঠান এই বিমান উৎপাদনে অংশ নেয়। আল্প ও কেল এভিয়েশনসহ দেশটির বিভিন্ন প্রতিষ্ঠান বিমানটির নানা পার্টস তৈরি করে।

সর্বাধুনিক এ যুদ্ধবিমান হস্তান্তর অনুষ্ঠানে বক্তরা বলেন, ন্যাটো জোটের অংশীদার হিসেবে তুরস্ক বিশ্বশান্তি ও নিরাপত্তায় ইতিবাচক ভূমিকা পালন অব্যাহত রাখবে।