ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর জনসভায় গ্রেনেড হামলা, নিহত ১

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়েছে। শনিবার রাজধানীর মেস্কেল স্কয়ারে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হওয়ার পরপরই গ্রেনেড বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় আবি আহমেদকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

12স্বাস্থ্যমন্ত্রী আমির আমান জানিয়েছেন, হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫৪ জন। তাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

জনসভা প্রস্তুতি কমিটির সদস্য সৈয়ম টেশোমে রয়টার্স’কে বলেন, জনসভার মঞ্চ লক্ষ্য করে গ্রেনেডটি নিক্ষেপের চেষ্টা করা হয়েছিল।

বিস্ফোরণের কিছু সময় পর টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ হামলা নিয়ে কথা বলেন আবি আহমেদ। এ সময় তিনি এ হামলাকে ‘পরিকল্পিত আঘাত’ হিসেবে উল্লেখ করে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

গত ফেব্রুয়ারিতে ইথিওপিয়ার সাবেক প্রধানমন্ত্রী হেইলিমরিয়াম ডিসালিনের পদত্যাগের পর দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন আবি আহমেদ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দেশটির ‘ওরোমো জাতিগোষ্ঠী থেকে কেউ ইথিওপিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। নিজ সম্প্রদায়ের বাইরে অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীরও সমর্থন পেয়েছিলেন আবি আহমেদ।