ওবামার আমন্ত্রণ প্রত্যাহারের আহ্বান আফ্রিকান অ্যাক্টিভিস্টদের

আগামী জুলাইয়ে নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন আয়োজিত আফ্রিকার বেসরকারি সংস্থাগুলোর ১৬তম বার্ষিক সম্মেলনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে ওবামার ওই আমন্ত্রণ বাতিলের আহ্বান জানিয়েছেন আফ্রিকান অ্যাক্টিভিস্টরা। এ ব্যাপারে নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশনের কাছে খোলা চিঠি পাঠিয়েছে ‘কেজ আফ্রিকা’ নামের একটি অধিকার সংগঠন। তারা বলছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে মার্কিন বাহিনীর প্রধান হিসেবে আফ্রিকায় বহু সামরিক অভিযানের জন্য ওবামা প্রত্যক্ষভাবে দায়ী।

বারাক ওবামাকেজ আফ্রিকার খোলা চিঠিতে লেখা হয়েছে, এমন একজন মানুষকে এ ধরনের প্ল্যাটফর্ম দেওয়ার অর্থ হচ্ছে তার সেসব কাজকে বৈধতা দেওয়া। কিন্তু নেলসন ম্যান্ডেলা বেঁচে থাকলে নিশ্চিতভাবেই তিনি এসবের বিরুদ্ধে অবস্থান নিতেন। ফলে এমন আয়োজনে ওবামাকে আমন্ত্রণ জানানো ম্যান্ডেলার প্রতি অপমানজনক আচরণ।

আগামী ১৭ জুলাই দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। সেখানে প্রায় নয় হাজার মানুষের সামনে ভাষণ দেওয়ার কথা রয়েছে ওবামার।

কেজ আফ্রিকার মুখপাত্র কারেন জায়েস আল জাজিরাকে বলেন, নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন ওবামার আমন্ত্রণ বাতিলে ব্যর্থ হলে এই বিশ্বাসই জোরালো হবে যে, প্রতিষ্ঠানটি আসলে ম্যান্ডেলার উত্তরাধিকারকে কালিমালিপ্ত করছে।